
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর : আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলী সহ পার্শ্ববর্তী জেলাগুলি । বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতি হয়ে যাবে, তাই আগেভাগেই মাঠ থেকে ধান তুলতে ব্যস্ত চাষিরা! সেই চিত্রই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মাইপুর, তোড়িয়া ও আকমুড়া সহ বিভিন্ন এলাকায়। চাষিরা জানাচ্ছেন সারা বছরের তাদের প্রধান ফসল হলো ধান। তাই ধান যদি নষ্ট হয়ে যায় মানুষ খেতেও পাবেনা। কৃষকরা আরও জানান, ধান কেটে তোলার এটি সঠিক সময় না হলেও এক প্রকার বাধ্য হয়ে তুলতে হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর তাই এখন জমি থেকে ধান তুলতে ব্যস্ত কেশপুরের চাষীরা।