
ওঙ্কার ডেস্ক: ভোট পরবর্তী হিংসা থামার কোন লক্ষণ নেই বাংলায়।এবার খড়্গপুরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ খড়্গপুর শহরের ১৫ নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার তৃণমূল পার্টি অফিসের কাছে একটি মোটর বাইকে মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতি এসে বি. সন্তোষ কুমার নামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন আহত তৃণমূল কর্মী। একটি গুলি তার কোমরের নিচে লাগে বলে জানা যাচ্ছে। এরপরই স্থানীয় মানুষেরা আহত ঐ তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে