
প্রদীপ মাইতি,খেজুরি:
বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে খেজুরিতে প্রতিবাদ সভা করলো রাজ্যের শাসকদল। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাঁসদা, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, দলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল প্রমুখ।রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে। বাংলায় বিজেপি আর নেই,সাইনবোর্ড হয়ে গেছে