
প্রদীপ মাইতি, খেজুরি:
ফের উত্তপ্ত পূর্বমেদিনীপুরের খেজুরি। এক তৃনমূল কর্মীকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা তৃনমূল কর্মী শম্ভু দাস কে । তারপর বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায়।অভিযোগ গভীর রাতে ওই তৃণমূল সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি ২ ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙ্গনবাড়ি গ্রামে। এই ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। , শম্ভু দাস খুনের ঘটনায় জড়িত বিজেপি বলে অভিযোগ তৃনমূলের । তবে এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির