
নিজস্ব প্রতিনিধি :এবার টলিউডে প্রথম ছোটদের জন্য এআই ছবি নিয়ে এলেন পরিচালক শিবাজী দত্ত। ছবির নাম খেলাঘর বাধঁতে লেগেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ পরিবারে বাচ্চাদের বাবা মায়েরা উভয়ই ব্যস্ততা থাকার জন্য বাচ্চাদের সময় দিতে পারে না। ফলে বাচ্চারা মোবাইল বা সোশ্যাল দুনিয়ায় আকৃষ্ট হয়ে সেই পৃথিবীকেই তাঁদের বন্ধু মনে করে। সেই নিয়েই এগিয়েছে ছবি। মূলত বাস্তবতা থেকে কল্পনার জগৎ নিয়েই তৈরী ছবিটি। ছবিতে প্রবোধ চন্দ্রর ছেলে অমিতাভ আর অমিতাভর হেম আর তাঁদের দুই সন্তান মেঘ আর বিদ্যুৎ। প্রবোধ চান তার ছেলে বউমা নাতিদের সময় দিক। কিন্তু কাজের ব্যস্ততায় তারা সেটা পারেন না। ফলে তার বড়ো ছেলে মেঘ একটি এআই অ্যাপের সাহায্য নেয় তার মায়ের কিনে দেওয়া ফোনে সেই অ্যাপেই ডুবে থাকে কাল্পনিক জগতে। এভাবেই ছবির গল্প ধীরে ধীরে এগোতে থাকে। কিছুদিন আগে প্রয়াত হওয়া অভিনেতা পার্থসারথী দেব ছবিটিতে অভিনয় করেছেন প্রবোধ চরিত্রে। এছাড়া ছবিটিতে আছেন অভিনেতা জয় সেনগুপ্ত। এদিন কলকাতার এক বিখ্যাত শপিং মলে ছবিটির মিউজিক প্রকাশ পেল। মে মাসের শেষে মুক্তি পাবে ছবিটি। পরিচালক শিবাজী দত্ত জানালেন,’আমি কখনও দেখাতে চাইনি যে প্রযুক্তি খারাপ। আমি দেখাতে চেয়েছি বাস্তব সময়ের চিত্রটা যেখানে অধিকাংশ ক্ষেত্রে বাবা মা উভয় কর্মব্যস্ত থাকায় বাচ্চাদের সময় দিতে পারে না ফলে বাচ্চারা প্রযুক্তির কল্পনার জগৎকে বন্ধু করে নেয়। আশা করছি সমাজকে একটা ভালো বার্তা দেবে ছবিটি।’