
প্রশান্ত দাস,মালদা:১৯ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার নির্বাচন ,আর তাই জোর কদমে রাজ্য জুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। একে অপরকে আক্রমণ করতে গিয়ে মাঝে মাঝেই শালীনতার গণ্ডি অতিক্রম করতে দেখা যাচ্ছে তাদের। আর সেই বক্তব্য নিয়েও উত্তপ্ত হচ্ছে ভোট বাজার,নেতারা জড়াচ্ছেন বিতর্কেও।তবে এবার এক ভিন্ন কারণে সংবাদের শিরোনাম মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু। ভোট প্রচারের সময় দলের এক মহিলা কর্মীকে সর্বসমক্ষে চুমু খেয়ে বিপাকে পড়েছেন তিনি। সোমবার রাত থেকে সেই ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর বর্তমানে সে ছবি নিয়ে হইচই পড়ে গেছে জেলা জুড়ে। এই ঘটনাকে কটাক্ষ করে তৃনমূল নেতারা বলছেন বিজেপির এই ধরনের কর্মকাণ্ড উত্তরপ্রদেশ ও বিহারে দেখা যায় ।এখন বাংলা তেও শুরু হয়েছে।তবে তৃনমূলের এই মানসিকতার সমালোচনা করেছেন খোগেন মুর্মু।তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , ছোট একটি মেয়েকে আদর করে স্নেহ চুম্বন করেছেন।তৃনমূল বিকৃত মানসিকতার জন্য এই ধরনের মন্তব্য করছে।
সম্প্রতি, হবিবপুরের কেন্দপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্যের পরেই, খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মালদায়।