
অনুসুয়া সিনহা,দূর্গাপুর:
‘প্যাকিং করে পাঠানো হয়েছিল, এবার প্যাকিং না খুলেই ওনাকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে দুর্গাপুরের মানুষ’, বৃহস্পতিবার
ভোট প্রচারে এসে দিলীপ ঘোষকে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃনমূল প্রার্থী কীর্তি আজাদ। তীব্র গরম কে উপেক্ষা করে , প্রায় প্রত্যেক দিনই সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। শরীর শীতল রাখতে কোথাও আখের রস আবার কোথাও কাঁচা আমের শরবত খাচ্ছেন। প্রচারের মাঝেই বৃহস্পতিবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করলেন কীর্তি। এদিন দিলীপ কে কটাক্ষ করে কীর্তি বলেন বিজেপি প্যাকিং করে বর্ধমান দূর্গাপুর কেন্দ্রে ওনাকে পাঠিয়েছিল। আবার প্যাকিং না খুলেই বর্ধমান দুর্গাপুরের মানুষ তাকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে।