
নিজস্ব প্রতিনিধি:
বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে রবিবার থেকে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো অবস্থান শুরু। সারাদেশের পাশাপাশি এরাজ্যের কলকাতা ও রানী রাসমনি রোডে অনুষ্ঠিত হয় কর্মসূচি। দাবি না মিটলে নতুন বছরে ধর্মঘটের রাস্তায়ও হাঁটতে পারেন বলে হুঁশিয়ারি দেন যৌথ মঞ্চের নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকার যে জন বিরোধী নীতি গ্রহন করছে এরাজ্যের সরকার সেগুলিকে বাস্তবায়িত করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সারাদেশের পাশাপাশি এরাজ্যেরও শুরু হল অবস্থান। শিলিগুড়ির পাশাপাশি কলকাতার রানি রাসমনি রোডে কর্মসূচিতে উপস্থিত যৌথ মঞ্চের নেতৃত্বরা। দুদিন ব্যাপী অবস্থানের পর ২৮ নভেম্বর রাজভবন অভিযানও করবেন শ্রমিক ও কৃষক সংগঠনের নেতৃত্বরা। দাবি না মিটলে নতুন বছরে ধর্মঘটের পথে যাওয়ার সম্ভবনাও রয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমল হালদার,কার্তিক পাল,দিবাকর ভট্টাচার্য, বাসুদেব বসু,সমীর পুততুন্ডুসহ যৌথ মঞ্চেরর নেতৃত্বরা।