
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার কারণে নাইটরা তাঁদের প্রথম ম্যাচ খেলবে ইডেনেই। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। এদিন মেন্টর ডোয়েন ব্র্যাভো, কোচ চন্দ্রকান্ত পন্ডিতও অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার সহ রিঙ্কু সিং, রমনদীপ সিং আরও একঝাঁক প্লেয়ার। ইডেন গার্ডেন্সে প্রথা মেনে উইকেটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। হাজির ছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বললেন,’আমরা আবার ঘরের মাঠে খেলব, আমাদের নিজেদের সমর্থকরা থাকবে। এটা একটা খুবই ভালো অনুভূতি। এটা ক্রিকেটারদেরও আলাদাভাবে একটা মোটিভেশনের কাজ করতে থাকবে, সেটা এর আগেও কোচিংয়ের সময় দেখেছি।’ইডেনে অনুশীলনে বেশ আক্রমণ নিয়েই নাইটদের দেখা গেলো। ইতিমধ্যেই আরসিবি ম্যাচ নিয়ে টিকিটের উন্মাদনা তৈরী হয়েছে। টিকিটের দাম গতবারের থেকে বেশি হলেও এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের খামতি নেই।