
স্পোর্টস ডেস্ক : আজ বিদ্যুৎ উন্নয়ন ভবনে আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলেন KKR এর CEO ভেঙ্কি মাহিসোর ও Head of Operations অর্দেশির জীজীভয়। আসন্ন মরশুমের KKR জার্সি মাননীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মাননীয় ক্রীড়া মন্ত্রী KKR দলের সাফল্য কামনা করেন। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন যে তিনি নির্বাচনের মাঝে কিছু ম্যাচ মাঠে গিয়ে দেখার চেষ্টা করবেন। কলকাতা নাইট রাইডার্স ২০১২ আর ২০১৪ দুবার আইপিএল ট্রফি জেতে দুবারই রাজ্য সরকার কেকেআরকে জমকালো সংবর্ধনা দেয়। এবারও ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে নাইটরা। আগামী শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি নাইটরা। কেকেআর দল ২০২৪——উইকেটকিপার: কেএস ভারত ও রহমানুল্লাহ গুরবাজ
ব্য়াটার: শ্রেয়স আইয়ার, জেসন রয়, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, শেরফানে রাদারফোর্ড ও মণীশ পাণ্ডে
অল-রাউন্ডার: আন্দ্রে রাসেল, নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, রমনদীপ সিং
বোলার: বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, সুযশ শর্মা, মিচেল স্টার্কস, গাস অ্য়াটকিনসন, সাকিব হুসেইন ও মুজিব উর রহমান