
স্পোর্টস ডেস্ক : হয়ে গেলো ফয়শালা। রাম নবমীর জন্য আইপিএলের ম্যাচের তারিখ বদলানো হল।আগামী ১৭ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল ইডেনেই খেলা হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ । এদিন কেকেআরের পক্ষ থেকে সরকারিভাবে এটা জানিয়ে দেওয়া হল। । সোমবারই জানা গিয়েছিল১৭ এপ্রিল পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় ছিল। একইদিনে রাম নবমী পড়ায় ইডেনে ম্যাচ করা নিয়ে প্রশ্ন তোলা হয় পুলিশের পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়, ১৭ এপ্রিল ইডেনে যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সম্প্রচারকারী চ্যানেল এবং বাকি স্টেক হোল্ডারদের সমস্যার কথা জানিয়ে দেয় বোর্ড। কলকাতা পুলিশের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে ম্যাচটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হয়েছিল। সেক্ষেত্রে একই দিনে হত ম্যাচ। কিন্তু মঙ্গলবার আরও একবার কলকাতা পুলিশের সঙ্গে আরেক দফা বৈঠকের পর ম্যাচটা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ আছে কেকেআরের।এছাড়া গুজরাট টাইটন্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ ১৭ বদলে ১৬ তারিখ।কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ২১ এপ্রিল (কলকাতা, ৩টে ৩০)।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস- ২৬ এপ্রিল (কলকাতা, ৭টা ৩০)।
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস- ২৯ এপ্রিল (কলকাতা, ৭টা ৩০)।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স- ৩ মে (মুম্বই, ৭টা ৩০)।