
নিজেস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি কেএলও’র! আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই হুমকি চিঠি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেও উদয়ন গুহকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়ন জানান। হুমকির বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেন মন্ত্রী। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মন্ত্রীর নিরাপত্তা।