
প্রদীপ মাইতি, কোলাঘাটঃ বৃহস্পতিবার সারারাত বৃষ্টি হওয়ায় মেচেদা বাজারে জল জমে যায়। কোলাঘাটের মেচেদা বাজারে প্রবল দর্শনের জেরে কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানায় মূলত নিকাশির ব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল। মেচেদা বাজারে জল জমার সমস্যা দীর্ঘ দিনের।বারবার প্রশাসনিক আধিকারীকে জানিও কোন সুরাহা হয়নি অভিযোগ ব্যবসায়ীদের ।