
অমিত কুমার দাসঃ আদালতে প্রশ্নের মুখে ইডি। পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিল মামলায় তদন্তকারী সংস্থা ইডি’র কাছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, “শেষে দুসপ্তাহ সময় চাইলেন কী করেছেন”?
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ দুর্নীতির একটি মামলার শুনানি ছিল। দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যকে জামিন মামলার শুনানিতে তাকে আদালতে আসার অনুমতি দেওয়া হোক। কলকাতা হাই কোর্টে আর্জি জানালেন তার আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য প্রয়োজনে সে বিষয়ে ভাবা হবে, আপাতত প্রয়োজন নেই। এরপরেই তদন্তকারী সংস্থা ইডি’র কাছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, “শেষে দুসপ্তাহ সময় চাইলেন কী করেছেন”? ইডির আইনজীবী আদালতকে জানান আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থের মতো মানিকেরও স্কুলের সন্ধন পাওয়া গেছে বলে আদালতে জানাল ইডি। যদিও পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আইনজীবীর দাবি সেটি ১০০ বছরের পুরনো স্কুল। মামলার পরবর্তি শুনানি ২৭ শে সেপ্টেম্বর।