
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : রাজনৈতিক নেতার নাবালিকা কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের সমর্থনে হাততালি দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই মহিলা।হেফাজতে মারধরের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ.।আগামী ৬ ই নভেম্বর পর্যন্ত মামলা দায়ের না করার জন্য সিবিআইকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আগামী ৬ ই নভেম্বর পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিতে পারবে না সিবিআই. নির্দেশ ডিভিশন বেঞ্চের। অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় এখনো কোনো মামলার আরসি দায়ের করিনি,দায়ের করার প্রক্রিয়ায় আছি। – জানালেন এক সিবিআই আধিকারিক। ৪ ঠা নভেম্বর মামলার পরবর্তী শুনানি। যেহেতু এখানে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং তারা সরকারি কর্মী তাই তারা পালিয়ে যাবেন না। – মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।