
অমিত কুমার দাস, ওঙ্কার বাংলা: আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থ সংক্রান্ত কোন মামলায় কোন কড়া পদক্ষেপ করা যাবে না। নির্দেশ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার আদালতের নির্দেশ সোমবার অভিষেক সংক্রান্ত যাবতীয় নথি পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
আগামী সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডির এফআইআর খারিজের আবেদনের পরবর্তী শুনানি। সূত্রের খবর অভিষেককে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সে বিষয়ে আর স্পষ্ট ভাবে বুঝতে চায় আদালত। এদিন ইডির আইনজীবীর তরফ থেকে জানানো হয়- এ বিষয়ে গত ১৪ ই জুন ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার কারণে তিনি সেদিন হাজিরা দেননি। অভিষেকের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ইডির কাছে রয়েছে বলে সুত্রের খবর। এই পরিস্থিতিতে আগামী সোমবার পুরো ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের একাংশের।