
সপ্তমীর সন্ধ্যায় ডাক্তারদের মিছিল ঘিরে উত্তেজনা ধর্মতলা চত্বরে।সিনিয়ার ডাক্তার ও নাগরিক সমাজ অভয়া ও উমা পরিক্রমার ডাক দেয় সপ্তমীর সন্ধ্যায়। অনশন মঞ্চে থেকে মিছিল মেট্রো চ্যানেলের কাছে পৌছাতেই উল্টোদিকে বিশাল ব্যারিকেট করে পুলিশ। মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা হয় বিক্ষোভকারিদের।