
নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সোমবার রেশন দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, পাঁচ থানা ছাড়া রাজ্যের আর কোন থানায় রেশন দুর্নীতির অভিযোগ হয়েছে? ইতিমধ্যে রাজ্যের পাঁচ থানায় দায়ের হওয়া ৬টি মামলা কেন্দ্রীয় তদন্তকারীসংস্থা সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। সেই তালিকার বাইরে আর কোনও মামলা আছে কিনা, সেই তথ্যই হাতে পেতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি ১৩মে। সেদিনই রাজ্যকে এই বিষয়ে জানাতে নির্দেশ।