
নিজেস্ব প্রতিনিধিঃ কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হল মনোজ বর্মাকে। মনোজ রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন।
কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে।
জুনিয়র চিকিৎসকদের দাবি মতো ডিসি নর্থকেও সরানো হয়েছে। অভিষেক গুপ্তার বদলে ওই পদে এলেন দীপক সরকার। শিলিগুড়ির ইস্টের ডিসি ছিলেন তিনি। অভিষেক গুপ্তাকে পাঠানো হল ইএফআর সেকেন্ড ব্যাটেলিয়নে। একই সঙ্গে আরও একাধিক পদে বদল আনা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি ও আইজিপি পদে এলেন জ্ঞানবন্ত সিং। আইবি থেকে জাভেদ শামিমকে আনা হল এডিজি আইনশৃঙ্খলার পদে।