
শেখ এরশাদ, ওঙ্কারঃ শিশুদের জন্য সংরক্ষিত সেই বেড থেকে থেকে কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার কী পদক্ষেপ করবে ইডি? কবে হবে কণ্ঠস্বর পরীক্ষা? সেদিকেই নজর সকলের।
অবশেষে কার্ডিওলজির আইসিসিইউ এর ১৮ নম্বর বেড অর্থাৎ শিশুদের জন্য সংরক্ষিত সেই বেড থেকে থেকে কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ভদ্র কাকুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এবার কী পদক্ষেপ করবে ইডি? কবে হবে কণ্ঠস্বর পরীক্ষা? সেদিকেই নজর সকলের।
প্রসঙ্গত, শুক্রবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কালীঘাটের কাকুকে আদালতের নির্দেশ মেনে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি। তার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণ দেখিয়ে তাঁকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপের উপরে কার্যত নজর রেখেছিল ইডি। মঙ্গলবার রাতেই সুজয়কে কেবিনে নিয়ে আসা হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর।