
তামসী রায় প্রধান, কলকাতাঃ মদ নিয়ে বচসা। আর বচসা থেকে হাতাহাতি। এবং শেষে মৃত্যু। রবিবার ঘটনাটি ঘটল খাস কলকাতায়। ঘটনায় জোর উত্তেজনা ঢাকুরিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢাকুরিয়ার একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে কিল ঘুসি মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। পরে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সুশান্ত মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঢাকুরিয়ার ওই মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে, দোকানের বাইরে এক জন ক্রেতা। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। হটাৎ ওই ক্রেতাকে এর পর ঘাড় ধরে দোকানে টেনে আনেন কর্মচারী। শুরু করেন এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে সেই ক্রেতার মাথা ঠুকে দেয় মদের দকানে কর্মচারী। সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই স্থানীয় বাসিন্দা খেপে ওঠেন।
ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ আটকে শুরু হয় পথ অবরোধ। উত্তেজিত জনতার দাবি জানায় অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হোক। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনা স্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কঠোর শাস্তি হবে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মদের দোকান তুলে দিতে হবে।