
অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা ; গত ১৮ অগাস্ট ডুরান্ড কাপ ডার্বিতে দুই প্রধান সমর্থকরা আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়েছিলেন। মাঠে প্রতিবাদের আশঙ্কা করে প্রশাসন ডার্বি ম্যাচ আয়োজন করেনি। এরপর শুধু মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থকরা নন মহামেডান সমর্থকরাও ডার্বির দিন এক হয়ে প্রতিবাদ জানান। যদিও পুলিশের লাঠিচার্জ গ্রেফতারও তাঁদের টলাতে পারেনি। এবারে ফের ডার্বি। আগামী ১৯ অক্টোবর যুবভারতীতে আইএসএলের ডার্বি। ম্যাচ আয়োজনে কড়া হবে প্রশাসন। শোনা যাচ্ছে ব্যানার, টিফো নিয়ে মাঠে দুই দলের সমর্থকদের ঢুকতে দেবে না বিধাননগর পুলিশ। সমর্থকরাও থামছেন না। তারা কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ করবেন বলে শোনা যাচ্ছে। এমনকী দুই দলের সমর্থকরা এক হয়ে মিছিল করে মাঠে যেতে পারে বলেও খবর। এমনকী গ্যালারির একটাই সর জাস্টিস ফর আরজিকর স্লোগানও শোনা যেতে পারে। বিভিন্ন ফ্যানস গ্রূপের তরফে খবর এমনই
। তবে কড়া প্রশাসন দরকার হলে ১৪৪ ধারা জারি করা হবে। ফলে ১৮ অগাস্ট এর পরে ফের ৩ প্রধানের এক হওয়ার ইতিহাস দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।যদিও সমর্থকদের পাশে দাঁড়াতে দেখা যায়নি দুই প্রধান কর্তাদের তারা পুলিশ আর সরকারের পাশেই ছিলেন।