
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ভারতের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় বিমানবাহিনী। প্রতিরক্ষা সূত্রে খবর, গত বুধবার গভীর রাতে পাকিস্তানের দিক থেকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির দিকে অজ্ঞাত ফ্লাইট পাথ ধরে আক্রমণের চেষ্টা হয়। পাকিস্তানের এই পদক্ষেপকে ‘অপারেশন সিন্দূর’-এর পাল্টা পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
পাল্টা প্রতিরোধে ভারত মোতায়েন করে তাদের অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্রের খবর, এই রুশ-নির্মিত এস-৪০০ সিস্টেম অত্যন্ত দক্ষতার সঙ্গে হামলাকারী টার্গেটগুলিকে ট্র্যাক করে এবং নির্ধারিত সীমার মধ্যেই প্রতিহত করে। সামরিক পর্যবেক্ষকদের মতে, এই সফল প্রতিরক্ষা পদক্ষেপ ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দেয়।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কলকাতার এক কোণায় উঠে এল এক অভিনব প্রতিবিম্ব। এন্টালি মার্কেটের বিখ্যাত কেকের দোকান ‘টেস্ট অ্যান্ড বাইট’ শ্রদ্ধা জানাল দেশের সেনা ও প্রতিরক্ষা বাহিনীকে। দোকানটি তৈরি করেছে দুটি বিশেষ থিম কেক—একটি এস-৪০০ মিসাইলের আদলে, অপরটি ‘অপারেশন সিন্দূর’-এর অনুপ্রেরণায় মিসাইল ও রাডার সজ্জিত কেক।
দোকানের মালিক অভিষেক ঘোষ বলেন, ‘‘প্রতিরক্ষা বাহিনীর এই বীরত্বের কাহিনি দেখে আমরা আপ্লুত। এই কেক বিক্রির জন্য নয়—এটি আমাদের তরফে এক রকম সম্মান জানানো, কৃতজ্ঞতা প্রকাশ।’’
দোকানের সামনে ইতিমধ্যেই কৌতূহলী জনতার ভিড়। অনেকে ছবি তুলছেন, কেউ কেউ দাঁড়িয়ে পড়ছেন দোকানের কাচঘেরা ডিসপ্লের সামনে। দোকানের কর্মচারীরা জানিয়েছেন, আগামী কয়েক দিন এই বিশেষ থিম কেক থাকবে প্রদর্শিত অবস্থায়। কেকের দাম ধার্য করা হয়েছে প্রায় ৮,০০০ টাকা, তবে সেটি প্রতীকী।
শহরের এক বাসিন্দা জানালেন, ‘‘এটা শুধু একটা কেক নয়, এটা আমাদের গর্ব। সেনাবাহিনী যেমন সীমান্তে পাহারা দেয়, তেমনই আমরা শহরে তাঁদের সম্মান জানাতে চাই।’’
বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি বর্তমানে ‘উচ্চ সতর্কতা’-র পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে এমন উদ্যোগ দেশের অভ্যন্তরে মনোবল বৃদ্ধির এক অনন্য উদাহরণ বলেই মনে করছেন অনেকেই।