
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ কলকাতা হাই কোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন নন্দীগ্রামে জয়ী ১৫ জন বিজেপি প্রার্থী। আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি জয় সেনগুপ্তর। এখনও পর্যন্ত ১৮ টি FIR হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীদের আইনজীবীর। বিজেপি যেন বোর্ড গঠন করতে না পারে তার জন্যই এই ভুয়ো মামলা বলে অভিযোগ করেন বিজেপির আইনজীবী।
বিজেপির আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে রাজ্যের আইনজীবী জানান এদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে।
এই প্রসঙ্গে সরকারি আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন এরা কি সবাই জয়ী প্রার্থী ? রাজ্যের আইনজীবী উত্তর দেন সেটা জানি না।
বিচারপতি জয় সেনগুপ্তর পাল্টা প্রশ্ন, এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না ? দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি সেনগুপ্ত জানান আগামী সোমবার পরবর্তী শুনানি।