
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ রামনবমী মামলায় এন.আই.এ ঠেকাতে মরিয়া রাজ্য। সুপ্রিমকোর্ট রাজ্যের এন.আই.এ বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ করার পরেও কলকাতা হাই কোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে ফের একই আবেদন নিয়ে মামলা দায়ের রাজ্যের।
এদিন কেন্দ্রের আইনজীবী দাবি করেন এই মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চের। এরপরেই এই মামলা থেকে সরে দাড়ান বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ফলে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবার অসহযোগিতার মামলার শুনানির মুখে পরতে হবে রাজ্যকে। উল্লেখ্য বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই তদন্ত চালানোর ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার আবেদন ইতিমধ্যেই করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন.আই.এ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত রামনবমীতে হাওড়া এবং উত্তর দিনাজপুরে ব্যাপক অশান্তির ঘটনায় এন.আই.এ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। কলকাতা হাই কোর্ট সেই মামলার তদন্ত ভার এন.আই.একে দেয়। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। এন.আই.এ কেবল দেশের সুরক্ষার প্রশ্নে তদন্ত করতে পারে। এই মামলায় দেশের সুরক্ষা বিঘ্নিত হয়নি বলে সুপ্রিম কোর্টে সওয়াল করে রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টেও ধাক্কা খাবার পর ফের কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে একই আবেদন নিয়ে মামলা দায়ের কিছু অবাকই করেছে প্রবীন আইনজীবীদের। এবার বিচারপতি জয় সেনগুপ্ত কি রায় দেন সেদিকেই তাকিয়ে আইনজ্ঞ মহল।