
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত ভোট গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকে হুমকি দেবার অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার দলবল নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে হুমকি দিয়ে জয়ী প্রার্থীর নাম বদল করিয়েছেন। এই অভিযোগ তুলে বুধবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম প্রার্থী অর্পিতা বনিক সর্দার।
সিপিএম প্রার্থী অর্পিতা বনিক সর্দারের অভিযোগ তাঁকে জয়ী ঘোষণার পর ওই কেন্দ্রে যান অভিযুক্ত বিধায়ক যোগরঞ্জন হালদার। গণনা কেন্দ্রের মধ্যে দুষ্কৃতীদের নিয়ে ঢুকে পড়েন বলেও অভিযোগ করেন সিপিএম প্রার্থী অর্পিতা বনিক সর্দার। তারপর এক ভোটে পরাজিত হন সিপিএমের প্রার্থী। গণনার দিন কিভাবে গণনা কেন্দ্রে বিধায়ক এত লোক নিয়ে প্রবেশ করতে পারল সেই প্রশ্ন তুলে মামলা করেন সিপিএম প্রার্থী। মামলা গ্রহণ করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। কমিশন কি পদক্ষেপ করল জানাতে হবে আদালতকে।