
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বেসরকারি স্কুল ফিজ মামলায় রাজ্যে সিবিএসসি এবং আইসিএসই বোর্ডের স্কুলের সংখ্যা কত ? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি তাঁর নির্দেশ রাজ্যে সিবিএসসি, আইসিএসসি এবং রাজ্য বোর্ডের আওতায় কত বেসরকারি স্কুল রয়েছে তা ২ সপ্তাহের মধ্যে শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
এদিন আদালতে রাজ্যের আইনজীবী জানান তালিকা তৈরী করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি স্কুলের ফিজ কন্ট্রোল সংক্রান্ত বিল ইতিমধ্যেই তৈরী করা হয়েছে। যা ক্যাবিনেটে পাশও হয়ে গেছে। বিলটি অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হয়েছে বলেও আদালতে জানান রাজ্যের আইনজীবী।
রাজ্যের বক্তব্য শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন এইসব স্কুলগুলো সম্পর্কে রাজ্যকে নজরদারি রাখতেই হবে। কোন স্কুলগুলি কর্পোরেট চালায় এবং কোনগুলোর মালিক এলাকারই মানুষ সেসবও খোঁজ রাখতে হবে। মন্টেসরি স্কুল সম্পর্কেও খোঁজ রাখতে হবে। রাজ্যের হাতে নুন্যতম কন্ট্রোল থাকবে না, এটা হতে পারে না। এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ সিবিএসসি, আইসিএসসি এবং রাজ্যের আওতায় কোন কোন স্কুল রয়েছে ২ সপ্তাহের মধ্যে তা শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে আপলোড করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৩১ অগাস্ট।