
নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতনঃ দখল হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কোপাই। শান্তিনিকেতনে ‘প্রতিবেশিনী কোপাই নদী’ বক্ষে কংক্রিটের পিলার উঠেছে রাতারাতি। পরিবেশপ্রেমীদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নেওয়া গেলে কোপাই মুছে যেতে পারে মানচিত্র থেকেই। প্রশাসনিক অনুমতি ছাড়াই কীভাবে নির্মাণকাজ চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ নির্বিকার প্রশাসন। অভিযোগ, শাসক দলের নেতাদের মদতে শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কাছে কোপাই নদীর ওপর কংক্রিটের পিলার বসানো হচ্ছে।
এখনও পর্যন্ত প্রায় ৩৮টি বড় কংক্রিটের পিলার গেঁথে দেওয়া হয়েছে। ইটের বড় পাঁচিল তুলে দেওয়া হয়েছে। এবার কোপাই বাঁচাতে অবস্থান বিক্ষোভ করলেন বিশ্বভারতী অধ্যাপক ও অধ্যপিকা। তাঁদের দাবি, নদীর গতিপথ নষ্ট করে কোনও কাজ করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী, নদী তীরের ৫০০ মিটার পর্যন্ত কোনও নির্মাণ করা যায় না৷