
নিজস্ব প্রতিনিধি :এবার kotak mahindra লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড tulip ইউনিট লিঙ্ক করা ইন্সুরেন্স প্ল্যানের সঙ্গে টার্ম সূচনা করল। প্রধানত tulip একটি ইউনিট লিঙ্ক করা টার্ম ইন্সুরেন্স প্ল্যান যা বার্ষিক প্রিমিয়ামের ১০০ গুন অবধি লাইফ কভার অফার করে পাশাপাশি গ্রাহককে একটি ইউনিট লিঙ্ক করা ইন্সুরেন্স প্ল্যানের মত রিটার্ন আয় করার সুযোগ দেয়। যা গুরুতর অসুস্থতা আর দুর্ঘটনা মৃত্যুর বিরুদ্ধে সুরক্ষা দেয়। তাঁদের এমডি মহেশ বালাসুব্রমণিয়াম কলকাতায় এক অনুষ্ঠানে বললেন,আমাদের প্ল্যান সবসময় গ্রাহকদের স্বার্থের কথা ভেবে এসেছে। এই প্ল্যানের টার্গেট গ্রাহকদের আর্থিক সুবিধা দেখা। জরুরি অবস্থায় টাকা তোলার সুযোগ থাকবে।’