
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : শেষমেশ মুখরক্ষা হলো. ৫০,০০০ এরও বেশি ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে জয়ী কৃষ্ণ কল্যাণী. এবারে তৃণমূলের হয়ে. এদিন সকাল থেকেই যা ট্রেন্ড ছিল, তাতে কৃষ্ণ কল্যাণীর জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না. ফল ঘোষণা হতেই বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসকদলের কর্মী-সমর্থকরা.
জয়ী ঘোষণা হতেই আপ্লুত কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ. সাধারণ মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রাখার আপ্রাণ চেষ্টা করবো.
বিজেপি প্রার্থী মানস ঘোষের প্রতিক্রিয়া, ছাপ্পা পুরসভা, ছাপ্পা পঞ্চায়েতের পর এবার ছাপ্পা বিধায়ক পেলো রায়গঞ্জ.
উল্লেখ্য, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে ২০২১ সালে জয় পেয়েছিল বিজেপি। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর লোকসভা ভোটে তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করেছিল শাসকদল. কিন্তু, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে হার স্বীকার করতে হয় কৃষ্ণ কল্যাণীকে. ফলে, রায়গঞ্জ বিধানসভায় শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছিল তৃণমূল। এবার রায়গঞ্জ বিধানসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন কৃষ্ণ কল্যাণী.