
বিক্রমাদিত্য বিশ্বাস:রায়গঞ্জ:
ভোট প্রচারে খামতি নেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর।প্রায় প্রত্যেক দিনই তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন তিনি।সোমবার ইসলামপুর পৌরসভার বাস টার্মিনাস থেকে হুডখোলা গাড়িতে প্রচার শুরু করেন কৃষ্ণ । প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তিনি। অপরদিকে এদিন বিজেপি যুব মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।