
বিক্রমাদিত্য বিশ্বাস, গোয়ালপোখর : লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। জোরকদমে প্রচারে নেমে পড়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুধবার তাঁর আদি বাড়ি বন্দরের কালীমন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। বৃহস্পতিবার গোয়ালপোখরের সোলপাড়াতে হুডখোলা গাড়িতে করে প্রচার চালান কৃষ্ণ কল্যাণী। ছায়াসঙ্গি হিসাবে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। প্রচারে অংশ নেন শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রার্থীকে কাছে পেয়ে মালা পরিয়ে স্বাগত জানালেন নেতা কর্মী থেকে সাধারণ মানুষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, দলের নেতা কর্মী থেকে সাধারণ মানুষ যেভাবে তাঁকে সমর্থন করছেন তাতে তিনি নিশ্চিত গোয়ালপোখরে তৃণমূল ১ লক্ষ ভোটে জিতবে