
নিলয় ভট্টাচার্য,নদিয়া:প্রখর রোদের মধ্যে তিন প্রধান দলের প্রচারে সরগরম কৃষ্ণনগর।তৃনমূল প্রার্থী মহুয়া মিত্র এবং বিজেপি প্রার্থী অমৃতা রায়ের পাশাপাশি প্রচারে নজর কাড়ছেন বাম – কংগ্রেস জোট প্রার্থী
এস এম সাদি। বুধবার কৃষ্ণনগরের কংগ্রেস জেলা সভাপতি কে সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি।এদিন সকালে কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকরা একত্রিত হয়ে কৃষ্ণনগর ঘূর্ণি বাজার এলাকায় ভোট প্রচার শুরু করেন। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সিপিআইএম প্রার্থী এস এম সাদি বলেন তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল। তাই এবারের ভোটে তৃণমূল নয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হবে । অপরদিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইডির অভিযোগ প্রসঙ্গে নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা জানান, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থান পার্লামেন্টে একজন সাংসদ।তিনি যখন স্ক্যামে জড়িয়ে যান সেটা অত্যন্ত দুঃখজনক ভারতবাসীর কাছে। উল্লেখ্য এদিনের এই প্রচার অভিযানের মধ্যে দিয়ে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার ডাকও দেন কংগ্রেস এবং সিপিআইএম দুপক্ষই।