
ওঙ্কার ডেস্ক: মুম্বই হামলার পরে কুম্ভমেলাতেও হামলার পরিকল্পনা ছিল ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার। এমন তথ্য প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রানাকে গ্রেফতারের পর।
এনআইএ-এর কর্তা লোকনাথ বেহেরা সংবাদ মাধ্যমকে জানান, ‘২০২১ সালের হরিদ্বারের কুম্ভমেলাতেও নাশকতার ছক কষেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর। শুধু তাই নয়, তার জন্য দক্ষিণ ভারতের কোচিন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসবাদীকেও নিয়োগ করেছিলেন তিনি।’
উল্লেখ্য, মুম্বইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসী হামলায় ১৬৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় জীবিত বন্দুকধারী আজমল কাসভকে ফাঁসি দেয় ভারতের বিচার বিভাগ। সেই সন্ত্রাসী হামলার নেপথ্যে থাকা তাহাউর রানার নাম উঠে আসে তদন্তে। সে লস্কর ই তৈবা এবং হুজির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। শুধু তাই নয় মুম্বই হামলার আরেক চক্রী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী সে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন রানা। ২৬/১১ হামলার সঙ্গে তার যোগ থাকায় নয়াদিল্লি দীর্ঘ দিন ধরে তাকে প্রত্যর্পণের চেষ্টা করে আসছে। অবশেষে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় এসে তাকে ভারতে ফেরানোর কথা বলেন। অন্যদিকে ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রানা। তার আর্জি ছিল, যেহেতু সে মুসলিম তাই তার উপর অত্যাচার করতে পারে ভারতের প্রশাসন। কিন্তু তার সেই আর্জি নাকচ হয়ে যায় আদালতে। অবশেষে রানাকে নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে অবতরণ করে বিশেষ বিমান। ভারতের মাটি ছুঁতেই তাকে গ্রেফতার করে এনআইএ।