
ত্রয়ণ চক্রবর্ত্তী: কংগ্রেসের অবস্থান স্পষ্টের জন্য অপেক্ষার কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সদ্যসমাপ্ত দলের রাজ্য কমিটির বৈঠকে এই কথা বলার পাশাপাশি, তৃনমূলের সংস্রবে কংগ্রেস গেলে তারা যে নিজেদের অবস্থান থেকে সরবে না তাও বলেছেন। এরপরই চর্চা চলছে বাম মহলে, বামফ্রন্ট কী তৈরি একক লড়াইয়ের জন্য আদও তৈরি? আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বক্তব্য, বামফ্রন্ট তৈরি। কংগ্রেস কী করবে,তাদের বিষয়।
সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তিও। তিনি বলেন, ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে যাইহোক কিন্তু রাজ্যে তৃনমূলের সঙ্গে কোনও ধরনের বোঝাপড়াতে থাকা সম্ভব নয়। ফ্রন্টে অন্য দল ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি। তবে কংগ্রেস বিলীন ফ্রন্টের বাইরের বড় বামদল সিপিআইএমএল লিবারেশন। তাদের অবস্থান নিয়ে সবসময় ফ্রন্ট নেতৃত্ব ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু খোঁজ নেন। ফ্রন্টের তরফে আলোচনার প্রস্তাব এলে সিপিআইএমএল(লিবারেশন) কী করবে?
এই বিষয়ে
সিপিআইএমএল(লিবারেশন) রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের বলেন, ‘বামফ্রন্টের তরফে কোনও প্রস্তাব এলে অবশ্যই আমরা আমাদের স্বাধীন সত্ত্বাকে আলোচনা করতে প্রস্তুত।’
‘তৃনমুলকে আমরা অচ্ছুৎ মনে করি না। ইন্ডিয়া জোটের ওপর ভিত্তি করে অবশ্যই তাদের তরফে যদি কোনও কথা বলার প্রেক্ষিত প্রস্তুত হয় নিশ্চয় বলবো’।
পাশাপাশি সিপিআইএমএল(লিবারেশন) শ্রমিক নেতা বাসুদেব বসুর বক্তব্য, ‘সারাদেশে যেভাবে বিজেপি চলছে তার বিরোধিতা করতেই হবে। তার মানে এটা নয় আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তৃনমুলকে সমর্থন করতে হবে। আমরা চাই বৃহত্তর বাম ঐক্যে।
সময়,বৈঠক, সাময়িক অবসর,রাজনৈতিক কথা। চলবে চলছে। তার মাঝেও চর্চা চলে, দক্ষিণে যদিও মেলে দক্ষিনা,ভেবে দেখো সেইপথ ঠিক কীনা,বন্ধু তোমার পথ নয় দক্ষিণে বাম পথ নিও চিনে।