
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ শীতের সকাল। চারিদিকে কুয়াশা, দেখা নেই সূর্যদেবের। সঙ্গে কাঁপানো উত্তরে হাওয়া। সবে ঘুম ভেঙেছে গৃহকর্ত্রীর। একটু গরম চায়ের খোঁজে রান্নাঘরের দিকে যেতেই, চোখ যায় রান্নাঘরের বারান্দায় টেবিলের নীচে। যেখানে ঘাপটি মেরে বসে আছে লেপার্ড শাবক। এহেন দৃশ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ। গৃহকর্ত্রীর চিৎকারে রান্নাঘরের দিকে ছুটে আসে বাড়ির সকলে। কিন্তু শাবকটিকে টেবিলের নীচে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। বাঘ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন।
খবর যায়, বন বিভাগের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে লেপার্ড শাবকটিকে খাঁচাবন্দি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জলপাইগুড়ির মেটেলি ব্লকের খরিয়ার বন্দর এলাকায়। বাড়ির মালিক রতন সূত্রধরের জানান, গত কয়েকদিন ধরেই রাতে তাদের বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে লেপার্ড। বাড়ি থেকে কুকুর, মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছে। ইতি মধ্যেই বাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।