
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দী করা হলো লেপার্ডকে। স্বস্তি ফিরলো শ্রমিক মহল্লায়। জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা।
জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ৫-এর বি সেকশনে খাঁচা বন্দী লেপার্ড। ছাগলের টোপ দেখিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দী হলো লেপার্ড। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা লেপার্ডের গর্জন শুনতে পান। এরপরই খাঁচা বন্দী অবস্থায় রীতিমত তর্জন গর্জন করতে দেখা যায় চিতাবাঘটিকে । খবর চাউর হতেই এলাকায় জমে যায় বহু মানুষের ভিড়। এরপর বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে খবর দেওয়া হয় ,বনকর্মীরা এসে খাঁচাসমেত চিতাবাঘটিকে নিয়ে যান। গত ২৪ শে জুলাই বাগানের ৫ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়, ৭ দিন পর খাঁচা বন্দী হয় লেপার্ডটি। পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে ।