
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:বর্ষবিদায়ের দিনে লোকালয়ে চিতাবাঘ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি ব্লকের দক্ষিণ কাঠুলিয়া এলাকায়, রবিবার সকাল ১১ টা নাগাদ ঘটে এই ঘটনা।জানা গিয়েছে , স্থানীয় এক ব্যক্তির চা বাগানে কাজ করতে আসা চা শ্রমিকদের নজরে প্রথমে আসে চিতাবাঘটি। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।
এরপর হঠাৎই চিতাবাঘটি অতর্কিত হামলা চালায়, ঘটনায় জয়ন্ত রায় নামের এক যুবক আহত হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশও।