
ওঙ্কার ডেস্ক:ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুন করার হুমকি দিয়ে একটি ম্যাসেজ এসেছিলো কয়েকদিন আগে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণে মেরে দেওয়ার হুমকি পেলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । এই ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানালেন বিধায়ক নিজেই । সম্প্রতি
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাকে কেউ খুনের হুমকি দিয়ে ভয়েস ম্যসেজ দিচ্ছে। আর তিনি এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন । এবার খুন করে দেওয়ার হুমকি পেলেন জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি সোমবার সংবাদ মাধ্যমকে বলেন পরশুদিন ফোনে সুবীর দাস নামে এক ব্যক্তি ফোন করে তাকে বলেন আপনি খুন হয়ে যাবেন , পরিবার নিয়ে এখান থেকে চলে যান। । আবার রবিবার রাত বারোটা নাগা ফোন আসে,এবং তাকে বলা হয় , যতই সিকিউরিটি থাকুক ,আপনি বাঁচতে পারবেন না। ফোনে হুমকি দিতেই থাকে।সোমনাথ শ্যাম দাবী করেন স্থানীয় দুষ্কৃতি ভিকি যাদব জেল থেকে বেল পেয়েছেন ,সেই এই হুমকি দিচ্ছে।