
নভেম্বর পেরিয়ে ডিসেম্বর পড়তে চলল, ঠিক কনকনে ঠান্ডা পড়তে হয়তো এখনো অনেক বাকি। কিন্তু এখন থেকেই শুষ্ক ত্বক আর ফাটা ঠোঁট এর দেখা মিলছে । শীতের রুক্ষ শুষ্ক ত্বক কে সজীব করতে শহরের পার্লারগুলিতে এ রীতিমতো ভীড় জমছে। কেউ কেউ আবার ঘরোয়া টোটকাতেও ভরসা রাখছেন। তবে ত্বক বিশেষজ্ঞদের একাংশের মতামত অনুযায়ী পার্লার এর বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি প্রোডাক্ট গুলি ত্বকের সমস্যা কে আরও বাড়িয়ে দেয়। তাই পুরোনো দিনের মা ঠাকুমা দের বানানো ঘরোয়া রূপ চর্চা যেমন দই, বেসন, মধু তেই ভরসা রাখছেন অনেকেই।