কামেশ্বর গুপ্ত,ওঙ্কারঃ বিমানের শৌচাগারে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এক যুগল। আচমকাই এক বিমানকর্মী দরজা খুলে ফেলতেই তাঁর নজরে পড়ে যায় তাদের শারীরিক ভালোবাসা। বিমানকর্মীর সঙ্গে থাকা এক তরুণী যাত্রী, মোবাইল ক্যমেরায় বন্দী করে যুগলের সেই চূড়ান্ত সঙ্গমের মুহূর্ত। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লিউটন থেকে ইবিজাগামী এক যাত্রীবাহী বিমানে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, এক বিমানকর্মী কিছু নার্ভাস হয়ে দাঁড়িয়ে রয়েছেন শৌচাগারের দরজার বাইরে। অন্য যাত্রীরা তাঁদের অনুরোধ করছেন দরজাটি খুলে ফেলার। আর দরজা খলতেই দেখা যায়, ছোট্ট শৌচাগারে এক যুগলকে আদিম নেশায় মেতে থাকতে।
আপত্তিকর অবস্থায় যুগলকে দেখে, স্বাভাবিক ভাবেই চমকে ওঠেন সকলে। প্রায় সঙ্গে সঙ্গেই যুগল দরজা বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে বাকি যাত্রীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। কারু মুখে, দুষ্টু হাসি। কারুমুখে বিশ্বয়। এক মহিলাকে “ও মাই গড” বলে উঠতে শোনা যায়। ভিডিও টি দেখার জন্য হুড়ুহুড়ি পড়ে যায় বিমানের মধ্যে।
কেবিন ক্রু দের দেখা যায়, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। তাদের মুখের ভাব খানা এমন ঠিক কী করবেন, কী করা উচিৎ বুঝতে পারছেন না। বিমান ইবিজাতে অবতরণ করলে ওই যুগলকে পুলিশের সাহায্যে বিমান থেকে নামিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে শেষপর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিও দেখে নানা মন্তব্য করেছেন নেটদুনিয়ার রসিকেরা।