
স্পোর্টস ডেস্ক : ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। মেসির সঙ্গে সাক্ষাৎও করেছেন শতদ্রু।আর মোহনবাগান ক্লাব সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য মেসির সই করা জার্সি এনেছেন শতদ্রু। এদিন ইকবাল পুরে ফিরহাদ হাকিমের ইফতারে মুখ্যমন্ত্রীর হাতে মেসির সই করা আর্জেন্টিনার জার্সির তুলে দিলেন শতদ্রু। প্রসঙ্গত শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো, মারাদোনা,ভলদেরামা, কাফু, পেলে সকলই কলকাতায় এসেছেন।বহুদিন ধরেই তিনি মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন। ২০১১ সালে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ খেলতে যুবভারতীতে আসেন মেসি। এবারে যদি ফের তিনি কলকাতা আসেন সেটা একটা দারুণ পাওনা হবে কলকাতার জন্য।