
ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে মৃত্যু হল তিন জঙ্গির। গুলিযুদ্ধে নিহত হয়েছেন একজন সেনা জওয়ানও। শনিবার সেনার তরফে জানানো হয়েছে, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। এদিন সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় বাহিনী।
এদিন সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার তুষারাবৃত এলাকায় চলমান অভিযানের ফলে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, ‘খারাপ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, কিশতোয়ারের ছাতরুতে চলমান অভিযানে আরও দুই পাকিস্তানি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। একটি একে এবং একটি এম৪ রাইফেল সহ প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে, আখনুর সেক্টরে সন্ত্রাসীদের আইইডি হামলায় দুই সেনা নিহত হয়েছিলেন। সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভারত ও পাকিস্তানের ব্রিগেড কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয় জম্মুকাশ্মীরের পুঞ্চ জেলায়। তার দুই দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সীমান্তে একাধিক গোলাগুলি এবং আইইডি হামলার পর উত্তেজনা কমানোর লক্ষ্যে ফেব্রুয়ারির পর এটি ছিল দ্বিতীয় বৈঠক।২০২১ সালে ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিরল।