
নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফায় ভোট দান সম্পন্ন। দেশ জুড়ে ভোট হল ১০২টি কেন্দ্রে। নির্বাচনকে ঘিরে বড় গন্ডোগোলের খবর না থাকলেও, দিন ভর খবরের শিরনামে কোচবিহার লোকসভা কেন্দ্র। ভোট শুরুর থেকে শেষ পর্যন্ত একের পর এক অশান্তির খবর এসেছে কোচবিহার থেকে।
এক নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র
কোচবিহারের চান্দামারী অঞ্চলের রাজপুরে শুক্রবার রাতে আক্রান্ত হন বিজেপির বুথ সভাপতি। সকাল থেকেই উত্তেজনা চান্দামারীতে।
কোচবিহারের মাথাভাঙ্গায় ভোটের ডিউটিতে এসে মৃত্যু হলো কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। মৃত জওয়ানের নাম নিলেস কুমার নিলু (৪২)। তিনি বিহারের বাসিন্দা।
সাত সকালেই তুফানগঞ্জের হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
চান্দামারিতে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ২ ব্লকের শালমারার বিজেপি নেতা তরণীকান্ত বর্মন গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।
তুফানগঞ্জের ২২৬ এবং ২২৭ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়েছে বিজেপির লোকজন। এমনকি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও।
রাজাখোড়া গ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। দিনহাটার ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে উদ্ধার তাজা বোমা। কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলল বিজেপি। সেখানেও এদিন সকালে নয়টি তাজা বোমা উদ্ধার । শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত ভোটার। বিনোদ সরকার নামে এক ভোটার জখম হয়েছেন বলে অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
ভেটাগুড়ির উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল হলেন মহিলারা। এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।