
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ আগামী লোকসভা নির্বাচনে জিততে ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে বিজেপি! বৃহস্পতিবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিক বৈঠকে বিজেপিকে নিশানা করেন মমতা।
লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার পরিকল্পনা কষছে বিজেপি, নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ এসেছে। তা নিয়ে india alliance’র বৈঠকে আলোচনা হবে বলে জানান মমতা।
সাংবাদিক বৈঠক থেকে মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপির অভিধান সন্ত্রাসের অভিধান। ওদের অভিধানে হিংসা ছাড়া কোনও কথা নেই। ওরা হিংসার আশ্রয় নেবে আর সব কিছুকে গেরুয়া করে দেবে।
মমতা অভিযোগের সুরে আরও বলেন, তিনি রেলমন্ত্রী থাকার সময় যে স্টেশনগুলিকে মডেল স্টেশন করেছিলেন, সেগুলিকেই গেরুয়া রঙ করে উন্নয়নের কথা বলা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক। বিজেপি সেই গেরুয়াকে হিংসার প্রতীক করে তুলছে। প্রসঙ্গত এদিন নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল কর্মসূচীতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।