
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:”বিজেপির কথায় স্বামীকে সরিয়েছে নির্বাচন কমিশন”বুধবার দলীয় প্রচারে রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নাম্বার ওয়ার্ডের সুভাসগ্রাম এলাকায় দলীয় প্রচারে এসে এমনটাই দাবি করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রের।এদিন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে হওয়া মিছিলে যোগ দেন লাভলি। প্রচারের মাঝে তিনি সংবাদ মাধ্যমকে বলেন “নির্বাচন কমিশন ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে।সেই মতোই বিজেপির নির্দেশে তার স্বামীকে সরানো হয়েছে।পাশাপাশি তিনি এও দাবি করেন তার স্বামীকে যতবার সরাবে আমরা ততবার জিতব বলে।এছাড়াও নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেও কটাক্ষ করতে ছাড়েননি লাভলি।উল্লেখ্য ত লাভলি মৈত্রের স্বামী পুলিশ আধিকারিক সৌম্য রায়কে লোকসভা ভোটের আগে বদলি করেছে নির্বাচন কমিশন৷ সৌম্য রায় বর্তমানে কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট পদে কর্মরত ছিলেন৷ জানা গেছে সৌম্য রায়ের স্ত্রী যেহেতু সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বিধায়ক পদে রয়েছেন, সেই কারণেই কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের ওই অন্যতম শীর্ষ কর্তাকে বদলি করা হয়েছে।