
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : ‘সিপিএম-এরএর সায়ন-সুজনরা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি’। ২০১১-য় বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কী ভাবে নামাতে হয় জানি’। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর এই হুমকি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বাম ছাত্রনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে সায়ন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফোস করতে। তারপর থেকেই তৃণমূলের নেতা নেত্রীরা ধমকাচ্ছেন চমকাচ্ছেন’।
প্রসঙ্গত, টিএমসিপি-র সমাবেশ থেকে মুখমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমরা কোনও দিন বদলা নি নি, বলেছিলাম, বদলা নয় বদল চাই, কিন্তু এখন বলছি ওকথা নয়, যেটা করার দরকার সেটা ভালো বুঝে করবেন”
বিরোধীদের অভিযোগ, তারপর থেকেই দিকেদিকে তৃণমূল নেতা মন্ত্রীরা জনমানসে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আরজিকর কাণ্ডে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন শাসক নেতাদের এই হুমকি হুশিয়ারি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা