
নিজস্ব প্রতিনিধি :ঋতুপর্ণা সেনগুপ্তর রহস্য নিয়ে ম্যাডাম সেনগুপ্ত। টলিউডের ঋতুর নতুন ছবি সায়ন্তন ঘোষের পরিচালনায়।এদিন ছবির পোস্টার প্রকাশ পেলো কলকাতার এক পাঁচতারা হোটেলে। ছিলেন ঋতুপর্ণা আর পরিচালক সহ ছবির বাকিরা। ঋতুপর্ণা ছাড়াও ছবিতে থাকবেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং অভিনেতা ঋত্বিক চট্টোপাধ্যায়। সায়ন্তন জানালেন, সবার নিজস্ব পছন্দ থাকে। ছোটবেলা থেকে বিদেশী সাহিত্য রহস্য নিয়েই কাজ করেছি। ঋতুদি ছাড়া আমার কাউকে মাথায় আসেনি।’ ঋতুপর্ণা জানালেন, সবসময় নতুন গল্পর সঙ্গে কাজ করতে ভালো লাগে সেই কারণে বেছে নিলাম চরিত্রটা। আশা করি সবার ভালো লাগবে।’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবিটি।ছবির গল্প এগোবে দিল্লিতে বসবাসকারী ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে, যিনি একজন কার্টুনিস্ট ৷ তাঁর স্বামী কলকাতায় এসে আচমকা নিখোঁজ হয়ে যান ৷ স্বামীর সন্ধানে কলকাতায় আসেন ম্যাডাম সেনগুপ্ত ৷ তারপর কী হয়? তা নিয়ে এগিয়েছে গল্প ৷ তবে একলাইনে এক গল্পের ধাঁচ শুনলেও চোখের সামনে ভেসে ওঠে সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবির কথা ৷ পরিচালক এই বিষয়ে বলেন, “কাহানি ছবির ক-ও নেই এই ছবির মধ্যে ৷ ভিন্ন রকমের মিস্ট্রি রয়েছে এই গল্পে ৷ যদিও এখানে পার্সোনাল ক্রাইসিস আছে!