
নিজস্ব প্রতিনিধি :সামনেই বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো। আর পুজোয় ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে ভুঁড়িভোজ তো আছেই।আর সেই কথা ভেবে মেট্রোপলিটান বাইপাসের ধারে এন এক্স হোটেল আজ লঞ্চ করলো এবারের দেবীপক্ষের মহাভোজ। এই মহাভোজ লঞ্চ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, সোমা চক্রবর্তী, পরিচালক
শুভ্রজিৎ মিত্র, বিখ্যাত ব্যাবসায়ী ইমরান জাকি, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, অভিনেতা রাজীব, বিশ্বজিৎ, গায়ক রনজয় থেকে মিমি দাস সহ আরো অনেক সেলিব্রেটি। তারা সকলেই এই হোটেলের খাবারের গুনমানের প্রসংশা করেন ও পুজোর সময় এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।এক সাংবাদিক সন্মেলনে এই NX Hotels এর কর্ণধার রাজু সাহা জানালেন অক্টোবর এর ২০ থেকে ২৪ অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই ৫ দিনের দেবীপক্ষের মহাভোজ থাকছে। আমাদের বিভিন্ন পদ থাকছে। যেমন গ্রীন স্যালাড , লুচি, আলুরদম, ছোলার ডাল থেকে মটন বিরিয়ানি, চিকেন চাপ থেকে ডাব চিংড়ি, মিনি ফিশ ফ্রাই, পনির টিক্কা সহ নানা ধরনের খাবার। মাত্র ৯৯৯ টাকায় মাথা পিছু পার প্লেট পাবেন বাইপাসের এন এক্স হোটেলে। দুপুরের খাবারের সময়সীমা থাকছে বেলা ১২ টা থেকে দুপুর ৩’৩০ পর্যন্ত এবং রাতে খাবারের সময়সীমা থাকছে সন্ধ্যা ৭ টা থেকে মধ্যরাত পর্যন্ত। আমরা চাই বাঙালী রা স্বপরিবারে এই হোটেলে এসে আমাদের বাঙালী খাবার গুলো স্বাদ নিয়ে দেখুক।
আমরা যে সব খাবার এই মহাভোজ এ রেকেছি সেই গুলো স্বাদে ও গন্ধে অতুলনীয়। সব মিলিয়ে NX Hotels এর এই দেবীপক্ষের মহাভোজ একেবারেই বলাযায় জমজমাট।