
প্রতীতি ঘোষ,বাগদা:নমিনেশন জমা দিলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর ।
। বুধবার বনগাঁ মহকুমা শাসকের দফতরে নমিনেশন জমা দেন তিনি। এদিন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যলয় থেকে মিছিল করে নমিনেশন জমাদিতে আসেন মধুপর্না। মিছলে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সংসদ মমতা ঠাকুর, দলীয় নেতা কর্মী সহ মতুয়া ভক্তরা । নমিনেশন জমা দেওয়ার আগে মধুপর্না সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এখন আমাদের লক্ষ এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। ঠাকুরবাড়ির দুই পরিবারের দ্বন্দ্বে তালা বন্ধ মতুয়া ধর্মের বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর। এই ঘরে নিজের অধিকার ফিরে পেতে অনশন করেছিলেন মধুপার্না। এদিন নমিনেশন জমা দিতে আসার আগে মধুপার্না ঠাকুর এবং মমতা ঠাকুর বীণাপাণি ঠাকুরের সেই তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজো দিয়ে নমিনেশন জমা দিতে আসেন।